Photography & Editing Workshop

33442856_1921854761193324_6019252204118999040_nফটোগ্রাফারস ক্লাবের পক্ষ হতে আগামি ৩ জুন ২০১৮ বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত হচ্ছে ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুটি ওয়ার্কসপ।

#Workshop_1
সময়: ১০:০০ থেকে ১১:৩০
বিষয়: Secrct Receip of all photographer
রেজিস্ট্রেশন ফি : ২০০ টাকা
আসন সংখ্যা : সর্বোচ্চ ৩৫ টি

#workshop_2
সময়: ১২:০০ থেকে ১:৩০
বিষয়: basic of professional Editing
রেজিস্ট্রেশন ফি : ২০০ টাকা
আসন সংখ্যা : সর্বোচ্চ ৩৫ টি

(ফর্ম পুরনের আগে নিচের নিয়মাবলী অনুসরন করুন)
#অনলাইন_রেজিস্ট্রেশন_ফর্ম:
https://goo.gl/forms/TbhDpjbKTXTYVs1O2

#রেজিস্ট্রেশন_নিয়মাবলী:
১) অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রথমে নিম্নে দেয়া নম্বরে রেজিস্ট্রেশন ফি বিকাশ করতে হবে।

২) যদি ২টি ওয়ার্কশপ এর জন্য রেজিস্ট্রেশন করতে চান তাহলে (২০০+২০০) বা ৪০০ টাকা বিকাশ করতে হবে। আর একটি ওয়ার্কশপ এর জন্য ২০০ টাকা বিকাশ করতে হবে।

৩) বিকাশ করার সময় অবশ্যই খরচসহ বিকাশ করতে হবে।

৪) এরপর অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পুরন করতে হবে। যেই নম্বর থেকে বিকাশ করেছেন সেই নম্বর দিতে হবে [ফর্মে উল্লেখিত ঘরে]

৫) যদি রেজিস্ট্রেশন ফি অর্ধেক বা সম্পুর্ণ দেয়া না হয়। তাহলে তার রেজিস্ট্রেশন ফি গ্রহণযোগ্য হবে না।

৬) অনলাইনে ফর্ম পূরণ করার সময় অবশ্যই যেই ওয়ার্কশপ এর জন্য রেজিস্ট্রেশন করবেন সেই ঘরে টিক দিতে হবে। যদি ২ টি ওয়ার্কশপ করতে চান তাহলে দুটি ঘরেই টিক চিহ্ন দিবেন আর যদি একটি ওয়ার্কশপ করতে চান তাহলে যেকোনো একটি ঘরে টিক চিহ্ন দিবেন।

৭)স্পট রেজিস্ট্রেশন করা যাবে। তবে অনলাইন রেজিস্ট্রেশন করা উত্তম।

বি:দ্র: ক্লাব কর্তৃপক্ষ কোনো নিয়ম পরিবর্তন বা ওয়ার্কশপ বাতিল করার ক্ষমতা রাখে।

for any information:
1. 01919222291
2. 01826603248
3. 01856652562

(Bangladesh=+88)

Organized by : Photographer’s Club

 

Published by

S.M.M.Musabbir Uddin

Name: S.M.M.Musabbir Uddin Address: "Hashnoor Green Cottage" , 6/4 Segun Bagicha , Dhaka-1000. Flat no: D5 Phone no: +8801960066952 Nationality: Bangladeshi I'm the Amateur Photographers. I want to present my country with beautifully. Education: SSC Passed (2018)

এখানে আপনার মন্তব্য রেখে যান